Header Ads

Header ADS

ফেইসবুকেও ChatGPT তবে এর নাম LLaMA.

প্রযুক্তি জগতে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স নিয়ে চলছে নিরন্তর প্রতিযোগিতা বৃহৎ প্রতিষ্ঠানগুলো বিশেষ করে OpenAI-এর ChatGPT, Google-এর Bard এবং Microsoft-এর Prometheus পর এবার  Facebook/Meta নিয়ে এলো LLaMA. মেটা (Meta) পূর্বে যা ফেইসবুক নামে পরিচিত ছিল আজ  তাদের নিজেদের AI-এর ঘোষণা দিলো। যার নাম LLaMA(Large Language Model Meta AI). 

মেটা (Meta)-র সিইও মার্ক জুকারবার্গ আজ এই প্রযুক্তি সম্পর্কে ঘোষণা দেন এবং AI প্রযুক্তিতে তার প্রতিষ্ঠানের অবদান বর্ণনা করেন। জুকারবার্গ বলেন,“আজ আমরা নতুন অত্যাধুনিক AI ভাষার মডেল প্রকাশ করছি যা ডিজাইন করা হয়েছে গবেষকদের কাজ এগিয়ে নিতে সাহায্য করার জন্য। LLMs টেক্সট তৈরি, কথোপকথন, লেখাকে সংক্ষিপ্ত করা এবং আরো জটিল কাজ যেমন গণিতের সূতের সমাধান বা প্রোটিন কাঠামো পূর্বভাস তৈরিতে চমকপ্রদ কাজ দেখিয়েছে।” 

যদিও এখন পর্যন্ত LLaMA মেটা-র কোন প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানিয়েছেন কোম্পানির মুখপাত্র গিজমোডো। তিনি আরো জানিয়েছেন এই মুহুর্তে সবার জন্য LLaMA প্রিভিউ এবং প্রবেশাধিকার দেওয়া হচ্ছে না।

No comments

Powered by Blogger.