Header Ads

Header ADS

কম্পিউটার কী


Compute শব্দ হতে কম্পিউটার (Computer) শব্দটির উৎপত্তি। Computer শব্দটি গ্রীক শব্দ হতে এসেছে যার আভিধানিক অর্থ হলো, গণনাকারী যন্ত্র। কস্পিউটার দিয়ে গাণিতিক যুক্তি ও সিদ্ধান্ত মূলক কাজ করা যায়। কস্পিউটার মানুষের দেওয়া ডেটার ভিত্তিতে অতিদ্রুত সঠিকভাবে কোন কাজ সম্পাদন করে নির্ভুলভাবে ফলাফল প্রদান করতে পারে। 

কস্পিউটারে প্রক্রিয়াকণের জন্য যে সব ডেটা প্রদান করা হয় তাকে ইনপুট (input) বলা হয়। গৃহীত ডেটার উপর বিভিন্ন নির্দেশাবলীর মাধ্যমে যে কাজ করে থাকে তাকে প্রক্রিয়াকরণ বলা হয় আর প্রক্রিয়াকরণের ফলে প্রাপ্ত ফলাফলকে বলা হয় আউটপুট (Output) ।

কস্পিউটার কেবল প্রোগ্রাম অনুযায়ী তথ্য, উপাত্ত ও নির্দেশনা পেলেই কাঙ্খিত ফলাফল প্রদান করতে পারে, নিজ থেকে কিছুই করতে সক্ষম নয়। কস্পিউটার ব্যবহারকারীর ইচ্ছানুযায়ী কাজ করে। আর তাই কস্পিউটারকে বলা যায় আধুনিক ইলেকট্রনিক যন্ত্র।

No comments

Powered by Blogger.